প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্রের জবাব কড়ায়গন্ডায় দিয়েছেন পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে : নৌপ্রতিমন্ত্রী
খবরের সময় ডেস্ক:
গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান (৪১তম) বসানোর কাজ দেখার পর প্রতিমন্ত্রী মন্তব্য করেন,মাননীয প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ।
সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন।সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।পদ্মা সেতুর সর্বশেষ (৪১তম) স্প্যান বসানোর এ অনুভূতি প্রকাশ করার মতো নয়; সমগ্র দেশবাসী পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর,চার লেন-ছয় লেনের মহাসড়ক,মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন।বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছেন।পদ্মা সেতু নির্মাণের মাধ্যম দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো.তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।